Logo
সর্বশেষ :
রাজনগরে বিএনপি নেতার গাড়িতে হামলার ঘটনায় ছাত্রদল নেতাকর্মীদের নামে মামলা রাজনগরে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি থেকে ইউপি চেয়ারম্যান বহিষ্কার মৌলভীবাজারে মঈন উদ্দীন চৌধুরী ফাউন্ডেশনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা রাজনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন মৌলভীবাজারে আন্তঃকলেজ গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন মৌলভীবাজারে এম সাইফুর রহমান ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন মৌলভীবাজারে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন মৌলভীবাজারে বালকদের কাবাডি প্রতিযোগিতা মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমাবেশ ও লিফলেট বিতরণ মৌলভীবাজার শহর শিবিরের সভাপতি তারেক আজিজ, সেক্রেটারি কাজী দাইয়ান

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোচা’, আঘাত হানতে পারে বাংলাদেশে

রাজকথা ডেস্ক : / ৫১৯
প্রকাশিত : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

আগামী মে মাসের দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়টির নাম হবে ‘মোচা’। এটি ভারতের পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশের উপকূলে আঘাত হানার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

 

 

প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে বিষুব রেখার কাছে সুমাত্রা সাগর বা আন্দামান সাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়টি। সেই সময় বঙ্গোপসাগরের আবহাওয়া ঘূর্ণিঝড়টির শক্তি সঞ্চয়ের জন্য সহায়ক হবে। ঘূর্ণিঝড়টি সৃষ্টি হওয়ার পর সেটি উত্তর, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। তবে ঝড়টি ঠিক কোথায় আঘাত হানবে তা এখনও স্পষ্ট নয়। আরও কিছুদিন পর এই ঝড়ের ব্যাপারে নির্দিষ্ট পূর্বাভাস দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

 

 

আবহাওয়া সংস্থা ওয়েদার অব কলকাতার কর্মকর্তা রবীন্দ্র গোয়েঙ্কা বলেছেন, মে মাসের দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরের আবহাওয়া পরিস্থিতি ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল থাকবে। তবে ঝড়টি কবে কোথায় তৈরি হবে তা এত আগে বলা সম্ভব নয়। ঝড়টি তৈরি হলে তখন তার গতিপথ নির্দিষ্ট করে বলা যাবে। আমরা পরিস্থিতির দিকে কড়া নজর রাখছি।

 

 

এর আগে, ২০২০ সালের মে মাসেও বাংলাদেশের উপকূলীয় কয়েকটি জেলা ও পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানে একাধিক শক্তিশালী ঘূর্ণিঝড়। আয়লা, আমফানের মতো ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

 

সূত্র : হিন্দুস্তান টাইমস


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।