Logo

রাজনগরে এসএসসি পরীক্ষার্থী কিশোরের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি : / ২৩৯৬
প্রকাশিত : মঙ্গলবার, ৯ মে, ২০২৩

এসএসসি পরীক্ষা চলছে ছেলেটির। আজ (মঙ্গলবার) তার গণিত পরীক্ষা দেয়ার কথা ছিল। সে জন্য বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি করার কথা বলে সোমবার দুপুরে বাড়ি থেকে সে বের হয়ে যায়। বাড়ি না ফেরায় রাতে খোঁজাখুঁজি করতে গিয়ে চা বাগানের একটি গাছের সাথে ঝুলন্ত মিলে তার লাশ। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের বড়তল চা বাগানে সোমবার দিবাগত রাত (৯ মে) ২ টার সময়। প্রেম ঘটিত বিষয় নিয়ে মানসিক কষ্ট থেকে সে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা।

 

নিহত অজয় বাউড়ি (১৭) বড়তল চা বাগানের মৃত শংকর বাউড়ির ছেলে। সে উপজেলার বিমলাচরণ বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে খলাগাঁও করিমপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের চলমান এসএসসি পরীক্ষার পরীক্ষার্থী ছিল।

 

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত অজয় বাউড়ি নিজের সহপাঠীদের সাথে গণিতের গ্রুপ স্টাডি করতে যাওয়ার কথা বলে সোমবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে যায়। বিকেল গড়িয়ে রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে আশেপাশের নানা জায়গায় খোঁজতে থাকেন। তার ব্যপারে সহপাঠীদের কাছে জানতে চাইলে তারা জানায়, অজয় গ্রুপ স্টাডিতে যায়নি। এক পর্যায়ে রাত দুইটার দিকে পরিবারের লোকজন উত্তরভাগ ইউনিয়নের বড়তল চা বাগানের একটি সেকশনের ডেফল গাছের সাথে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানালে ভোররাত সোয়া ৪টার দিকে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। অজয় বাউড়িরর পরিবারের দাবি, অজয়ের সাথে স্থানীয় একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি নিয়ে মেয়েটির পরিবারের লোকজন তাকে বিভিন্ন সময় হুমকি-ধামকি দেওয়ায় সে মানসিক কষ্টে ছিল।

 

নিহতের বড় ভাই মিঠুন বাউড়ি বলেন, সে গ্রুপ স্টাডি করার কথা বলে বাড়ি থেকে দুপুরে বের হয়। আর ফিরে না আসায় আমরা অনেক খোঁজাখুঁজি করি। পরে বাগানের গাছের সাথে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ দেখতে পাই। একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক জানাজানি হলে মেয়েটির পরিবার তাকে হুমকি-ধামকি দেয়। বিষয়টি নিয়ে সে চিন্তিত ছিল।

 

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, আমরা মৃতদেহের সুরতহাল করেছি। সেখানে সন্দেহ করার মতো কোনো আলামত নেই। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। পরিবারের সদস্যদের সাথে কথা বলে মনে হয়েছে, প্রেমের সম্পর্ক নিয়ে মানসিকভাবে ভেঙ্গে পরে এমনটা করে থাকতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যু কিভাবে হয়েছে নিশ্চিত করে বলা যাবে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।