সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে রাজনগর উপজেলার সর্ববৃহৎ প্লাটফর্ম “আমাদের রাজনগর” ফেইসবুক গ্রুপের ১৫ হাজার সদস্য পূর্তিতে ঝমাকালো উদযাপন করেছে সদস্যরা। উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে আসা সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে মিলন মেলায় পরিণত করেন রাজনগর উপজেলা পরিষদ সংলগ্ন জেলা পরিষদ অডিটোরিয়াম। সবাইকে শুভেচ্ছা জানাতে অংশগ্রহণ করেন রাজনৈতিক নেতারাও। সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন সকলেই।
শুক্রবার দুপুরে এ উপলক্ষে বিশাল র্যালির আয়োজন করা হয়। র্যালিটি রাজনগর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সদস্যদের নিয়ে কেক কাটা হয়। ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়, কুইজ প্রতিযোগিতা, গান, নৃত্য পরিবেশনা সহ নানা বিনোদন ও শিক্ষামূলক আয়োজন ছিল। এসময় সদস্যদের মাঝে ৪ শতাধিক টিশার্ট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখত, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাহেদ্দোজামান আনসারী মনাই, সাংগঠনিক সম্পাদক সামসুদ্দোহা রুকন, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মিনাজ মিয়া, শ্রমিক লীগের উপজেলা সভাপতি নান্নু আহমদ, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল হক রবিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আমাদের রাজনগর ফেইসবুক গ্রুপের সদস্য তৌকির আহমদ।
অনুষ্ঠানে এডমিনদের মধ্যে বক্তব্য দেন শেখ রেহান উদ্দিন জুবেল, সাদিকুজ্জামান ইমরান, ইসলাম বিন ইয়ামিন, আশরাফ আরিফ, সাহেল আহমদ, সাদ্দাম হোসাইন, শেখ মো আনোয়ার সহ এডমিন ও মডারেটররা।
এই ঝমকালো অনুষ্ঠান আয়োজনে সদস্যদের মধ্যে থাকা দেশি-বিদেশি দাতা, ব্যবসায় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, গণমাধ্যম কর্মীরা আর্থিকসহ নানাভাবে সহযোগিতা করেন।