মৌলভীবাজারের রাজনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের দেয়া বক্তব্যের প্রতিবাদে সোমবার (২২ মে) বিকেল ৫ টায় এই মিছিল ও সমাবেশ করা হয়।
উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মিছিলটি রাজনগর বাজার ও আশেপাশের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের সামনে সমাবেশের মাধ্যমে এই কেন্দ্র ঘোষিত কর্মসূচী শেষ হয়।
মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখত, সহসভাপতি আব্দুল ওয়াহিদ বাচ্চু, জহিরুল ইসলাম মুয়ূব, ফরজান আহমদ, সাহেদুজ্জামান আনছারী মনাই, সালেক মিয়া, সাংগঠনিক সম্পাদক নজমুল হক সেলিম, শামছুদ্দোহা রুকন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক মুহিম দে মধু, প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল করিম সোহেল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদির ফৌজি, উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেল আহমদ প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ, কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।