মৌলভীবাজারের রাজনগরে উপজেলা উন্নয়ন তহবিল (রাজস্ব উদ্বৃত্ত) ২০২২-২৩ অর্থ বছরের আওতায় উপজেলাধীন বেকার যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দেশী মৎস্য চাষ বিষয়ক ও উপজেলাধীন বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় নিয়োজিত কর্মচারীদের স্বাস্থ্য সচেতন করনের লক্ষ্যে হাইজিন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা উন্নয়ন তহবিল (রাজস্ব উদ্বৃত্ত) এর আওতায় প্রকল্প বাস্তবায়ন কমিটি কর্তৃক বাস্তবায়িত দেশী মৎস্য চাষ বিষয়ক ও হাইজিন প্রশিক্ষণ কর্মশালার সমাপনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান খান।
আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আফজালুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তাসহ বিভাগীয় প্রশিক্ষকগন, সাংবাদিক ও প্রশিক্ষনার্থীবৃন্দ।