Logo

রাজনগরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও উপবৃত্তি প্রদান

মৌলভীবাজার প্রতিনিধি : / ৪৮১
প্রকাশিত : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩

মৌলভীবাজারের রাজনগরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি দিয়েছে হীড বাংলাদেশ সিলেট অঞ্চল। সংস্থার মাইক্রোফাইন্যান্স কর্মসূচীর আওতায় ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৯৬ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও মোট ৪ লক্ষ ৭ হাজার টাকার উপবৃত্তি বিতরণ করা হয়।

 

মঙ্গলবার (৬ জুন) সকাল সাড়ে ১০ টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার মিতা। হীড বাংলাদেশ সিলেট অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. দীল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায়, মৌলানা মুফজ্জল হোসেন মহিলা ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. ইকবাল, বর্তমান অধ্যক্ষ তোফায়েল আহমদ।

 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন হীড বাংলাদেশের স্থানীয় সমিতির সদস্য সেলিনা বেগম, উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী কিশের মালাকার, মো. মাসুম মিয়া তরফদার, বিউটি আক্তার প্রমুখ।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।