Logo
সর্বশেষ :
ব্যাংকের সিকিউরিটি গার্ড মিসবাহ ভেবে হত্যা করা হয় ‘আইনজীবী সুজনকে’ রাজনগরে ছাত্রদলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল রাজনগরে দারুল ক্বিরাত এবং বয়স্কদের সহীহ্ কুরআন প্রশিক্ষণের সমাপনী ও পুরষ্কার বিতরন মৌলভীবাজার সরকারি কলেজ কর্মচারীদের মধ্যে শিবিরের ঈদ সামগ্রী বিতরণ রাজনগরে গণমাধ্যমকর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল রাজনগরে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের আয়োজনে ক্বিরাত প্রতবযোগিতা রাজনগরে ডিবি পুলিশের উপর হামলার অভিযোগে চেয়ারম্যানসহ ৪৭ জনের নামে মামলা জুড়ীতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিপ্লবী ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল মসজিদ-মাদরাসায় পানির ফিল্টার দিল রাজনগর প্রবাসী ওয়েলফেয়ার সোসাইটি পর্তুগাল রাজনগরে ডিবি পুলিশকে আটকে পালালেন চেয়ারম্যান, উত্তেজনা

রাজনগরে তীব্রগরমে ৫ শিক্ষার্থী অসুস্থ, পরীক্ষা স্থগিত

মো. ফরহাদ হোসেন / ৫৫৩
প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
Rajnagar Govt College

মৌলভীবাজারের রাজনগর সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির নির্বাচনী পরীক্ষা চলার সময় ৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে ৩ জন ছাত্র ও ২ জন ছাত্রী রয়েছেন। পরিস্থিতি বিবেচনায় পরীক্ষার শুরুর সোয়া এক ঘন্টা পর চলমান পরীক্ষা স্থগিত করেন কলেজ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালে তীব্র তাপদাহে এমন ঘটনা ঘটে বলে জানান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রজত গোস্বামী।

 

কলেজ কর্তৃপক্ষ জানান, বৃহস্পতিবার দ্বাদশ শ্রেণির নির্বাচনী পরীক্ষা শুরুর ১০-১৫ মিনিট পর একজন ছাত্রী জ্ঞান হারিয়ে পড়ে যান। পরে শিক্ষকরা তাকে উদ্ধার করে রাজনগর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। কিছুক্ষন পর একে একে আরো ৩ জন ছাত্র ও ১ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েন। তাদেরকে কলেজে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। প্রাথমিক চিকিৎসায় সুস্থ না হওয়ায় পরে সেখান থেকে একজনকে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তাকে চিকিৎসা দেয়ার পর সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়। পরিস্থিতি বিবেচনায় ও ঝুঁকির কথা ভেবে কলেজ কর্তৃপক্ষ পরীক্ষা শুরু হওয়ার সোয়া ১ ঘন্টা পর পরীক্ষাটি স্থগিত করেন।

 

এদিকে ৫ জন শিক্ষার্থীর মধ্যে ৪ জনের বমি, মাথাঘুরানো সহ কিছু শারিরিক সমস্যা ছিল। একজন শিক্ষার্থী জ্ঞান হারানোর কারণ অনুসন্ধান করতে গিয়ে ওই ছাত্রীর বান্ধবীদের থেকে কলেজ কর্তৃপক্ষ জানতে পারেন, তার একটি দামী মোবাইল ফোন হারিয়ে ফেলায় সে কিছুটা বিচলিত ছিল। বিষয়টি নিয়ে দুঃশ্চিন্তা ও তীব্রগরমে সে অসুস্থ হয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। পরে তার মোবাইল ফোনটি ছাত্রী মিলনায়তনে পাওয়া যায়।

 

বৃহস্পতিবারের পরীক্ষাটির ব্যপারে শিক্ষাবোর্ডকে পরিস্থিতির কথা জানানো হয়েছে। স্থগিত করা পরীক্ষায় যে সকল শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন এতে সবাইকে বিশেষ বিবেচনায় উত্তীর্ণ দেয়া হবে বলে জানা গেছে। আগামী রোববার শেষ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

রাজনগর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রজত গোস্বামী বলেন, অতিরিক্ত গরমে কলেজের ৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে ১ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি, ১ জনকে হাসপাতালে চিকিৎসা ও বাকী ৩ জনকে কলেজে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। অভিভাবকদের এনে অসুস্থ শিক্ষার্থীদের তাদের কাছে দেয়া হয়েছে। চিকিৎসাধীন ছাত্রীর বাবা-মা ও কলেজের একজন স্টাফ হাসপাতালে তার দেখাশোনা করছেন। আমরাও তাদের খোঁজখবর নিচ্ছি।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।