Logo

রাজনগরে বঙ্গবন্ধু গোল্ড কাপের উদ্বোধন

মৌলভীবাজার প্রতিনিধি : / ২৯৪
প্রকাশিত : শুক্রবার, ৯ জুন, ২০২৩

মৌলভীবাজারের রাজনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাততীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এই টুর্নামেন্ট সফল করতে সহযোগিতা করছে উপজেলা ক্রীড়া সংস্থা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার মিতার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রাজনগর থানার ওসি বিনয় ভূষণ রায়, উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিলন বখত।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আজাদ মিয়া চৌধুরী ঈমানী, রাজনগর ইউপি চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরী, উত্তরভাগ ইউপি চেয়ারম্যান দিগেন্দ্র চন্দ্র সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সজল চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জহিরুল ইসলাম মুয়ূব, ফরজান আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল হোসেন, সাহেদুজ্জামান আনছারি মনাই, সাংগঠনিক সম্পাদক নজমুল হক সেলিম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদির ফৌজি, সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আকমল হোসেন, যুগ্ম আহ্বায়ক মিনাজ মিয়া, ছাত্রলীগের সহসভাপতি শেখ রেহান উদ্দিন জুবেল সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।

 

এদিকে উদ্বোধনী খেলায় রাজনগর সদর ইউনিয়ন ফুটবল দল মুখোমুখী হয় উত্তরভাগ ইউনিয়ন ফুটবল দলের। এ খেলায় ১-০ গোলে জয়লাভ করে উত্তরভাগ ইউনিয়ন। পরে কামারচাক ইউনিয়ন ও পাঁচগাঁও ইউনিয়নের মধ্যে প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয়। এতে ২-০ গোলে জয়লাভ করে কামারচাক ইউনিয়ন।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।