Logo

সিইসির পদত্যাগ দাবীতে মৌলভীবাজারে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

মৌলভীবাজার প্রতিনিধি : / ২৩৬
প্রকাশিত : শুক্রবার, ১৬ জুন, ২০২৩

চরমোনাই পীর মুফতি ফয়জুল করীমের উপর হামলা ও নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখা। দলটির কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচী অনুযায়ী এই বিক্ষোভ মিছিল করা হয়।

শুক্রবার বাদ জুম’আ মৌলভীবাজার শহরের কুসুমবাগ এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

 

এসময় নানা স্লোগানের মাধ্যমে দলটির নেতাকর্মীরা প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন আয়োজনের দাবী জানানো হয়। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি ফয়জুল করিম চরমোনাইয়ের উপর সন্ত্রাসী হামলায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতেও নানা স্লোগান দেন তারা।

মিছিল শেষে ইসলামী আন্দোলনের মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফিজ মাওলানা সোলাইমান আহমদের সঞ্চালনায় সমাবেশ করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার সহ সভাপতি ডাক্তার মাওলানা ইবাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আতিকুর রহমান, দফতর সম্পাদক মাওলানা মুজাহিদুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন জেলা শাখার সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আবু তাহের সানী, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি শিব্বির আহমদ উসমানী, কুলাউড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাওলানা সালাহ উদ্দীন সহ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, শায়খে চরমোনাইর উপর যে হামলা চালানো হয়েছে এর সুষ্ঠ বিচার দেশের জনগণ দেখতে চায়। নেতৃবৃন্দ আরও বলেন, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন আশাকরা যে অসম্ভব সেটা বরিশাল নির্বাচনে  প্রমাণিত হলো। তাই আগামী জাতীয় নির্বাচন দলীয় সরকারের অধীনে না হয়ে জাতীয় সরকারের অধীনে হতে হবে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।