Logo

রাজনগরে ৩ দিনের কৃষি মেলার সমাপ্তি

মৌলভীবাজার প্রতিনিধি : / ২৯৩
প্রকাশিত : সোমবার, ১৯ জুন, ২০২৩

মৌলভীবাজারের রাজনগরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি মেলার সমাপ্ত হয়েছে।
এ উপলক্ষ্যে সোমবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

 

রাজনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার মিতার সভাপতিত্বে আয়োজিত সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- রাজনগর উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান খান।
 

বিশেষ অতিথি ছিলেন- রাজনগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, উপজেলা কৃষি অফিসার মো. রেজাউল করিম।
 

অন্যান্যের মধ্যে ছিলেন- রাজনগর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফয়ছল আহমদ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কামান্ডার সজল চক্রবর্তী, ফায়ার সার্ভিসের ইনচার্জ আলী হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কয়েছ আহমদ, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নান্নু আহমদ প্রমুখ।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।