Logo

রাজনগরে ‘হিলফুল ফুজুল যুব সংঘ গড়গাঁও’ এর ১ম বর্ষপূর্তি উদযাপন

মৌলভীবাজার প্রতিনিধি : / ৩৬৪
প্রকাশিত : সোমবার, ২৪ জুলাই, ২০২৩

মৌলভীবাজারের রাজনগরে ‘হিলফুল ফুজুল যুব সংঘ গড়গাঁও’ এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সপ্তাহব্যাপি বৃক্ষ রোপন ও সম্মাননা অনুষ্ঠান করা হয়েছে। আর্তমানবতার সেবা, শিক্ষা ক্ষেত্রে মানোন্নয়ন ও সম্প্রীতি গড়ে তুলতে প্রতিষ্ঠিত এ সংগঠনের পক্ষ থেকে পুরো বছরই বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

 

এ সংগঠনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে শনিবার সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্মাননা প্রদান করা হয়। এর আগে সপ্তাহব্যাপি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও আশেপাশের খালি জায়গায় সংগঠনের পক্ষ থেকে বনজ ও ফলজ গাছের চারা রোপন কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচিতে কয়েক’শ গাছ রোপন করেন হিলফুল ফুজুলের সদস্যরা।

 

বর্ষপূর্তি উপলক্ষে দক্ষিন ঘড়গাঁও সরকারী প্রাথীমক বিদ্যালয় মাঠে আয়োজিত সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সংগঠনের সদস্য লুৎফুর রহমানের সভাপতিত্বে ও নান্নু আহমদ ও এইচএম এবাদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাজনগর উপজেলা আওয়ামলীগের সহসভাপতি ফয়ছল আহমদ, রাজনগর পল্লী বিদ্যুতের ডিজিএম এমাজুদ্দীন সরকার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এহতেশামুল হক সাজ্জাদ, রাজনগর রাজনগর সদর ইউপির ৮নং ওয়ার্ডের সদস্য ময়নুল ইসলাম মাল্লুম, ৮নং ওয়ার্ডের সাবেক সদস্য লুৎফুর রহমান গেদু, জামেয়া হেমায়াতুল ইসলাম টাইটেল মাদরাসার মুহাদ্দিস মাওলানা হোসাইন আহমদ বাহুবলী, মুফতি হাবিবুর রহমান শামিম, সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য মাসুমুর রহমান, নাসিম আহমদ প্রমুখ।
সংগঠনের পক্ষ থেকে শিক্ষা খাতে বিশেষ অবদান রাখায় ৩ জন, ৯জন সম্মানিত অতিথি, আজীবন দাতা সদস্য ১১ জন ও  সংগঠনের সক্রীয় ১১ জন সদস্যকে সম্মননা স্মারক প্রদান করা হয়।

 

এসময় জানানো হয়, গত এক বছরে সংগঠনের পক্ষ থেকে প্রায় ৪ লক্ষা টাকার ১৪ টি গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্থবায়ন করা হয়। সামনের দিগুলোতেও আর্তমানবতার সেবায় এবং শিক্ষাসহ সার্বিক উন্নয়নে সকলের সার্বিক সহযোগিতায় সংগঠনটি আরো কার্যক্রম হাতে নিবে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।