Logo

রাজনগরে মসজিদের পাশে পলিথিনে মোড়ানো ছিল নবজাতকের লাশ

মো. ফরহাদ হোসেন / ১২৯৩
প্রকাশিত : সোমবার, ২৪ জুলাই, ২০২৩

পলিথিনে মোড়ানো ছিল নবজাতক শিশুটির মরদেহ। ফেলে রাখা হয়েছে মসজিদের সামনে রাস্তার পাশে। চলার পথে পথচারীদের নজরে এলে খবর পেয়ে একদিন বয়সী নবজাতকের (ছেলে) দেহ উদ্ধার করে। মৌলভীবাজারের রাজনগর উপজেলার সদর ইউনিয়নের উত্তর নন্দীউড়া জামে মসজিদের সামনে থেকে সোমবার (২৪ জুলাই) এই মৃতদেহ উদ্ধার করা হয়। তবে স্থানীয়রা বলছেন, অবৈধ সম্পর্কে শিশুটির ভূমিষ্ট হওয়ার পর কেউ এটিকে ফেলে গেছে।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় বাসিন্দা সুজাদ খান উত্তর নন্দীউড়া জামে মসজিদের সামনে রাস্তার পাশে একটি পলিথিন দেখতে পান। পরে কৌতুহলী হয়ে এগিয়ে গিয়ে দেখতে পান পলিথিনের ভিতর এক নবজাতকের দেহ রাখা রয়েছে। বিষয়টি পাশ্ববর্তী ওয়ার্ডের ইউপি সদস্য মাসুমুর রহমানকে জানানো হলে তিনি পুলিশে খবর দেন। খবর পেয়ে রাজনগর থানার ওসি বিনয় ভূষণ রায়, উপপরিদর্শক মো. মোশাররফ হোসেন, আজিজুল গাফফার সহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করেন।

 

স্থানীয়রা বলছেন, কোনো অবৈধ সম্পর্কের জেরে শিশুটির জন্ম হয়ে থাকতে পারে। বৈধ হলে শিশুটির প্রকৃত পিতা-মাতা এভাবে ফেলে না রেখে সৎকার করত। নিজেরা ঝামেলা এড়িয়ে গিয়ে মসজিদের সামনে ফেলে গেছে যাতে আশেপাশের মানুষ জানাযা-মরদেহ দাফন করে।

 

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কেউ মৃতদেহটি পলিথিনে মোড়িয়ে রাস্তার পাশে রেখে গেছে। সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।