Logo

রাজনগরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩৮ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজার প্রতিনিধি : / ৬২০
প্রকাশিত : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

মৌলভীবাজারের রাজনগরে তিনটি প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে রাজনগর থানা পুলিশের সহায়তায় উপজেলার ফতেপুর ইউনিয়নের মোকামবাজারে এ অভিযান চালানো হয়।

 

মৌলভীবাজার ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, নিত্য প্রয়োজনীয় পণ্য ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চত করার লক্ষ্যে কাজ করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষ্যে অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলামের নেতৃত্বে রাজনগর থানা পুলিশের সহযোগিতায় মঙ্গলবার (২৫ জুলাই) রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের মোকামবাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, ফার্মেসীতে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। তদারকি অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য সংরক্ষণ করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য ও ঔষধ বিক্রয় করা, মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতা সাধারণকে প্রতারিত করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে জেবা এন্ড ফরহাদ সুইটমিটকে ৬ হাজার টাকা, শিফা ভ্যারাইটিজকে ২ হাজার টাকা ও শ্রী মা মেডিকেলকে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, মঙ্গলবারের অভিযানে মোট ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩৮ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।