Logo

রাজনগরে হাওরাঞ্চলের ১০০ পরিবারের মাঝে ছাগল বিতরণ

মো. ফরহাদ হোসেন / ৩৫৯
প্রকাশিত : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
রাজনগরে হাওরাঞ্চলের ১০০ পরিবারের মাঝে ছাগল বিতরণ

মৌলভীবাজারের রাজনগরে ১০০ পরিবারকে বিনামূল্যে ছাগল দেয়া হয়েছে। হাওর অঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার কামারচাক, পাঁচগাঁও ও মুন্সিবাজার ইউনিয়নের হাওরপাড়ের এসব পরিবারকে মোট ২০০টি ছাগল দেয়া হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার সময় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান খান।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার মিতা’র সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব নিবাস চন্দ্র পাল, ভেটেরিনারি সার্জন ডা. সুমন মিয়া মামুন সহ প্রাণিসম্পদ দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

 

এসময় উপকারভোগীরা জানান, ইচ্ছা থাকা সত্ত্বেও দারিদ্রতার কারনে ছাগল কিনে পালন করার সামর্থ্য ছিল না। সরকারের সহযোগিতায় এবার ছাগল পাওয়ায় তাদের স্বপ্ন পূরণ হলো। ছাগল পালনের মাধ্যমে জীবনমানের পরিবর্তন করার প্রচেষ্টা চালাবেন বলে তারা জানান।

 

উপকারভোগীদের উদ্দেশ্যে অতিথিরা বলেন, সরকার চা-শ্রমিক ও হাওরবাসীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে নানা প্রকল্পের মাধ্যমে কাজ করে যাচ্ছে। এসব পরিবারগুলোর অর্থনৈতিক সমৃদ্ধি এলে দেশ এগিয়ে যাবে। শেখ হাসিনার সরকার দেশের সব পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার মাধ্যমে বাংলাদেশকে সমৃদ্ধ করতে চায়।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।