মৌলভীবাজারের রাজনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মদিন উদযাপন করা হয়েছে। জন্মদিন উপলক্ষে শনিবার (৫ আগস্ট) পুষ্পস্তবক অর্পন, যুব উন্নয়ন অধুদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ এবং তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান খানসহ উপস্থিত কর্মকর্তারা।
পরে শেখ কামালের জীবনী নিয়ে সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার মিতা’র সভাপতিত্বে অলোচনা সভায় বক্তব্য দেন রাজনগর থানার ওসি বিনয় ভূষণ রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পাল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরিফ মোহাম্মদ নিয়ামত উল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম খান, বিআরডিবি কর্মকর্তা গোলাম রাব্বানী খান, রাজনগর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের বিভাগীয় প্রধান শাহানারা রুবি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সজল চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফয়ছল আহমদ প্রমুখ।