Logo

রাজনগরে কীটনাশক পানে কিশোরের আত্মহত্যা

মৌলভীবাজার প্রতিনিধি : / ১১৩৩
প্রকাশিত : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
রাজনগরে কীটনাশক পানে কিশোরের আত্মহত্যা

মৌলভীবাজারের রাজনগরে কীটনাশক পান করে এক কিশোর আত্মহত্যা করেছে। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে জানাতে পারেনি পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা। নিহতের নাম রুহিত মিয়া (১৫)। সে রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামের জহুর মিয়ার ছেলে। শনিবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে সে কীটনাশক পান করে বলে জানিয়েছে পুলিশ।

 

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে রুহিত মিয়া বাড়িতে কীটনাশক পান করে। তার গোঙ্গানির শব্দশুনে পরিবারের লোকজন গিয়ে দেখেন তার নাক ও মুখ দিয়ে সাদা ফেনা বের হচ্ছে। তাৎক্ষনিক তাকে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে নেয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মৃতদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। তবে ঠিক কি কারণে সে আত্মহত্যা করেছে তা জানাতে পারে নি পুলিশ ও নিহতের পরিবার।

 

নিহতের বড় ভাই সুমন মিয়া (২৮) বলেন, খবর পেয়ে বাড়িতে গিয়ে জানতে পারি রহিতকে হাসপাতালে নেয়া হয়েছে। পরে আমিও সেখানে যাই। ধারণা করছি, কীটনাশক (বিষ) পান করে তার মৃত্যু হয়েছে। কেন এমনটা করেছে জানি না।

 

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, ছেলেটির নাক-মুখ দিয়ে ফেনা বের হয়েছে। প্রাথমিকভাবে মনে হয়েছে কীটনাশক পান করে থাকতে পারে। মৃতদেহ ময়নাতদন্ত করা হবে। এঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।