বেসরকারি উন্নয়ন সংস্থা পিকেএসএফ’র সহযোগিতায় ও হীড বাংলাদেশের আয়োজনে বাংলাদেশ রুরাল ওয়াটার, স্যানিটেশন এন্ড হাইজন ফর হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট (বিডি রুরাল ওয়াশ ফর এইচসিডি) প্রকল্পের আওতায় উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণ জনগোষ্ঠীর নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্য বিধি সম্পর্কে সচেতনতা বাড়াতে উপজেলার ৫টি এনজিও’র শাখা ব্যবস্থাপকদের প্রশিক্ষন দেয়া হয়। বুধবার (৯ আগস্ট) হীড বাংলাদেশ সিলেট অঞ্চলের মুন্সিবাজার কার্যালয়ে দিনব্যাপি সমন্বয় সভা ও প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
হীড বাংলাদেশ সিলেট অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মো. দীল ইসলামের সভাপতিত্বে এতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফ’র বিডি রুরাল ওয়াস ফর এইচসিডি প্রকল্পের আইভিসি আবুল হোসেন ভূঁইয়া।
সভায় উপস্থিত ছিলেন হীড বাংলাদেশের শাখা ব্যবস্থাপক দুলাল হালদার, মো. নাজিদুর রহমান, লনী দেবনাথ, মো. জাহাঙ্গীর আলম, আঞ্চলিক হিসাবরক্ষক সুব্রত কাম্পু, টিএমএসএস’র শাখা ব্যবস্থাপক মো. মোবাশ্বের ফানিফিল্লা, শ্রীকৃষ্ণ দাস, মো. ছানোয়ার হোসেন, এফআইডিবি’র শাখা ব্যবস্থাপক টিংকু দে, রিক’র শাখা ব্যাবস্থাপক মো. আব্দুস সোবাহান, উদ্দীপন’র শাখা ব্যবস্থাপক মো. সুহেল মিয়া প্রমুখ।
সভায় জানানো হয়- রাজনগর উপজেলার অনগ্রসর গ্রামীন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিরাপদ পানি ব্যবহার, পয়ঃনিষ্কাশন সহ স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। রোগমুক্ত একটি সুন্দর পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে নির্দিষ্ট কর্মএলাকায় বিডি রুরাল ওয়াশ ফর এইচসিডি প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্প বাস্তবায়ন হলে লক্ষিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন তড়ান্বিত হবে।