স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মৌলভীবাজারের কুলাউড়ায় বৃক্ষরোপন কর্মসূচী পালন করেছে হীড বাংলাদেশ সিলেট অঞ্চল। মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা রোপন করেন সংস্থার কর্মকর্তারা।
এসময় উপস্থিত ছিলেন হীড বাংলাদেশ সিলেট অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. দীল ইসলাম, আঞ্চলিক হিসাবরক্ষক ও মনিটরিং অফিসার সুব্রত কাম্পু, কুলাউড়া শাখার ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম, কৃষি কর্মকর্তা সোহেল সিকদার প্রমুখ।