Logo

রাজনগরে সিএইচসিপি এসোসিয়েশনের সভাপতি আমজাদ, সাধারণ সম্পাদক গনেশ

মৌলভীবাজার প্রতিনিধি : / ৭২৮
প্রকাশিত : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

মৌলভীবাজারের রাজনগরে কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের সংগঠন সিএইচসিপি এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে উপজেলার নিদনপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি আমজাদ হোসেন চৌধুরীকে সভাপতি ও মিলের বাজার কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি গনেশ চন্দ্র দেবকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। মঙ্গলবার সংগঠনের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ নির্বাচন হয়।

 

সভাপতি পদে আমজাদ হোসের চৌধুরীর সাথে প্রতিদ্বন্দ্বীতা করেন কামারচাক কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মিঠুন ভৌমিক ও সাধারণ সম্পাদক গনেশ চন্দ্র দেবের সাথে প্রতিদ্বন্দ্বীতা করেন সৈয়দনগর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি রনধীর দাশ।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মিতালি পাল ও কোষাধ্যক্ষ পদে স্বপন কুমার পাল নির্বাচিত হয়েছেন।

 

সিএইচসিপি স্বার্বানী ঘোষ প্রধান নির্বাচন কমিশনার এবং স্বপন পাল, সমীকরণ দেব, আনিকা দাস তান্নী সহকারি নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ভোট শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আফজালুর রহমান ফলাফল ঘোষণা করেন।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।