মৌলভীবাজারের রাজনগরে বাঁশঝাড় থেকে এক কিশোরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাঁশঝাড়ের ভিতর একটি গাছের ডালের সাথে নিজের শার্ট প্যাঁচিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার কামারচাক ইউনিয়নের ইসলামপুর গ্রামের আয়ান মিয়ার বাড়ির পিছনের বাঁশ ঝাড় থেকে মৃতদেহ উদ্ধার করেছে রাজনগর থানা পুলিশ।
নিহত কিশোরের নাম শিপক মিয়া (১৬)। সে রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের ইসলামপুর গ্রামের হোছন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯ টার দিকে শিপক মিয়া তার বাবা হোছন মিয়া ও চাচা হাছন মিয়ার সাথে পার্শ্ববর্তী টেংরা ইউনিয়নের একামধু গ্রামে ধান রোপনের কাজে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। পথে শিপকের মুঠোফোনে কল এলে জরুরী প্রয়োজনের কথা তার বাবাকে বলে চলে যায়। যাওয়ার সময় তার চাচাকে ৫০০ টাকাও দেয় সে। দুপুর দেড়টার দিকে আয়ান মিয়ার ছেলে বাদল মিয়া (১৪) তাদের বাড়ির পেছনে গাছের সাথে শার্ট গলায় বাঁধা একজনকে দেখে স্থানীয়দের ডাকেন। পরে খবর পেয়ে শিপকের মামাতো ভাই মিঠু মিয়া সেখানে যায়। এসময় স্থানীয়রা দা দিয়ে শার্ট কেটে মৃতদেহ মাটিতে রাখেন। পুলিশ খবর পেয়ে মৃতদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
কামারচাক ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য মাহবুব আহমদ বলেন, ছেলেটির বাবা বলেছেন মুঠোফোনে কারো কল আসার পর সে রাস্তা থেকে ফিরে আসে। পরে দুপুরের দিকে এক শিশু তার মৃতদেহ দেখতে পেলে জানাজানি হয়।
এ ব্যাপারে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, ঝোপের ভিতরে ঝুলন্ত দেখে ছেলেটির মামাতো ভাই বাঁচানোর উদ্দেশ্যে গাছের সাথে বাঁধা শার্ট কেটে মাটিতে নামিয়েছে জেনেছি। তার সুরতহালে কোনো আঘাতের চিহ্ন ছিল না। প্রাথমিকভাবে মনে হয়েছে সে আত্মহত্যা করেছে। তবে নিশ্চিত হওয়ার জন্য মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।