Logo

রাজনগরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হলেন স্মৃতি রানী ধর

মৌলভীবাজার প্রতিনিধি : / ৩০৮৭
প্রকাশিত : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এ মৌলভীবাজারের রাজনগর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন স্মৃতি রানী ধর। তিনি উপজেলার খরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।

 

 

 

গত মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা ক্যাটাগরিতে তাকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।

 

 

 

প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক জ্ঞান, দায়িত্ববোধ, শৃংখলাবোধ, সময়ানুবর্তিতা, পাঠদানে নিয়মানুবর্তিতা, বিদ্যালয়কে সার্বিক শিশুবান্ধব পরিবেশ সৃষ্টি, সৃজনশীল উদ্যোগ, বিদ্যালয়ের কাজে দক্ষতা ও আর্থিক শৃঙ্খলা যাচাই-বাছাইপুর্বক উপজেলা পর্যায়ে স্মৃতি রানী ধরকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হিসেবে নির্বাচিত করা হয়েছে। শ্রেষ্ঠ উপজেলা সহকারী শিক্ষা অফিসার হয়েছেন কাজী নাদিমুল হক। এছাড়া এবার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হয়েছেন ভেড়িগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজব আলী, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক বিছইনকীর্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লুৎফুর রহমান ও শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা হয়েছেন টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রোকেয়া মকবুলা। শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় মনোনীত হয়েছে সরখরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া শ্রেষ্ঠ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি মনোনীত হয়েছেন চাঁটিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. নজমুল হক।

 

 

 

শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হওয়া স্মৃতি রানী ধর ২০১৩ সালে খরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন।

 

 

এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা শরীফ মো. নেয়ামত উল্লাহ বলেন, রাজনগর উপজেলার শেষ্ঠ শিক্ষক/শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারী, ব্যাক্তি ও প্রতিষ্ঠান বাছাই কমিটি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে যাচাই-বাছাই করে তালিকা চূড়ান্ত করেছে। মূলত প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের উৎসাহিত করতে বেশ কিছু বছর ধরে এটা চলমান আছে। স্মৃতি রানী ধর নিজ যোগ্যতায় এ বছর উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।