মৌলভীবাজারের রাজনগরে শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিনে শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। হীড বাংলাদেশ সিলেট অঞ্চলের আয়োজনে বুধবার সকালে মুন্সিবাজার কার্যালয়ে এ প্রতিযোগিতা হয়।
হীড বাংলাদেশ সিলেট অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. দীল ইসলামের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী ও আলোচনা সভায় বক্তব্য দেন আঞ্চলিক হিসাবরক্ষক লিন্টু বৈদ্য, মুন্সিবাজার শাখা ব্যবস্থাপক দুলাল হালদার প্রমুখ।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুরা রং-তুলি ও পেন্সিলে শিশু রাসেলের অবয়ব, শহীদ মিনার ও প্রকৃতির ছবি অঙ্কন করে।