Logo
সর্বশেষ :
রাজনগরে ডিবি পুলিশকে আটকে পালালেন চেয়ারম্যান, উত্তেজনা মৌলভীবাজারে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন রাজনগরে নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি রাজনগরে হাওরের রাস্তা থেকে অজ্ঞাত নারীর মৃ-ত-দে-হ উদ্ধার রাজনগরে ভিক্ষাবৃত্তি থেকে বিকল্প পেশায় ফেরাতে ৯ জনকে দেয়া হলো রিকশা শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত, আহত ১৮ জন রাজনগরে জামায়াত নেতার উপর ‘ছাত্রলীগ নেতার’ হামলার নেপথ্য ঘটনা, থানায় মামলা রাজনগর সরকারি কলেজে ১৫ দফা প্রস্তাবনাসহ স্মারকলিপি দিয়েছে শিবির মৌলভীবাজারে ‘সিলেট রেঞ্জ চ্যাম্পিয়নশিপ কাবাডি টুর্নামেন্ট’ এর উদ্বোধন মৌলভীবাজারে ‘পুলিশ সুপারের জবাবদিহিতা’ শীর্ষক মতবিনিময় সভা

কুলাউড়ায় ইয়াবা বিক্রেতা কামরুলকে আটক করেছে পুলিশ

স্টাফ রিপোর্টার : / ১৭৬
প্রকাশিত : বুধবার, ১ নভেম্বর, ২০২৩

কুলাউড়ায় ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় মাদক কারবারি কামরুল ইসলাম (৩০)-কে হাতেনাতে আটক করেছে পুলিশ। সোমবার রাতে কুলাউড়া আউটার সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। এসময় তার পকেট থেকে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক কারবারি কামরুল জয়চন্ডী ইউনিয়নের পূর্ব রংগীরকুল এলাকার সিএনজি চালক মন্নান মিয়ার ছেলে।

 

 

 

পুলিশ সুত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) এর সার্বিক দিক নির্দেশনায় এবং কুলাউড়া থানার ওসি মোঃ আব্দুছ ছালেক এর নেতৃত্বে মাদক মাদকমুক্ত কুলাউড়া গড়তে প্রতিদিনই অভিযান পরিচালনা করা হয় উপজেলার বিভিন্ন এলাকায়।

 

 

 

এরই ধারাবাহিকতায় গত সোমবার রাতে কুলাউড়া আউটার সংলগ্ন এলাকায় অভিযান চালান এসআই আব্দুল আলী, এএসআই মোঃ নুরু মিয়া এবং মোশারফ হোসেনসহ পুলিশের একটি টিম। গোপনে খবর পেয়ে জয়চন্ডী ইউনিয়নের পূর্ব রংগীরকুল এলাকার সিএনজি চালক মন্নান মিয়ার ছেলে কামরুল ইসলামকে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় হাতেনাতে আটক করা হয়। পরে তার পকেট তল্লাশি করে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

 

 

 

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।