Logo
সর্বশেষ :
মৌলভীবাজারে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন রাজনগরে নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি রাজনগরে হাওরের রাস্তা থেকে অজ্ঞাত নারীর মৃ-ত-দে-হ উদ্ধার রাজনগরে ভিক্ষাবৃত্তি থেকে বিকল্প পেশায় ফেরাতে ৯ জনকে দেয়া হলো রিকশা শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত, আহত ১৮ জন রাজনগরে জামায়াত নেতার উপর ‘ছাত্রলীগ নেতার’ হামলার নেপথ্য ঘটনা, থানায় মামলা রাজনগর সরকারি কলেজে ১৫ দফা প্রস্তাবনাসহ স্মারকলিপি দিয়েছে শিবির মৌলভীবাজারে ‘সিলেট রেঞ্জ চ্যাম্পিয়নশিপ কাবাডি টুর্নামেন্ট’ এর উদ্বোধন মৌলভীবাজারে ‘পুলিশ সুপারের জবাবদিহিতা’ শীর্ষক মতবিনিময় সভা রাজনগরে বিএনপি নেতার গাড়িতে হামলার ঘটনায় ছাত্রদল নেতাকর্মীদের নামে মামলা

মৌলভীবাজারে গর্ভবতী মা সেবা দিবস পালিত

মৌলভীবাজার প্রতিনিধি : / ২০০
প্রকাশিত : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩

মৌলভীবাজারে গর্ভবতী মা সেবা দিবস পালিত হয়েছে। ইউএসএআইডি ও এসএমসি এর অর্থায়নে পরিচালিত নতুনদিন প্রকল্প-সীমান্তিক গত ১১-১২ নভেম্বর মৌলভীবাজার জেলার বড়লেখা, জুড়ী, রাজনগর, কমলগঞ্জ এবং কুলাউড়া উপজেলায় গর্ভবতী মা সেবা দিবস পালন করে। এসব উপজেলার সর্বমোট দশটি সেশনে প্রায় ১৯১ জন গর্ভবতী মা সেবা নিতে উপস্থিত ছিলেন।

 

 

দিবসটি উপলক্ষে গ্র্যাজুয়েট ডাক্তারগণ কমিউনিটি পর্যায়ে আগত সকল মায়েদের বিনামূল্যে এএনসি চিকিৎসা সেবা প্রদান করেন। তারা গর্ভবতী মায়েদের গর্ভকালীন সময়ে কমপক্ষে চারবার চেকআপের প্রয়োজনীয়তা, হাসপাতালে ডেলিভারী করানোর প্রয়োজনীয়তা, পুষ্টিকর খাবার খাওয়ানোর পাশাপাশি মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট খাওয়ানোর প্রয়োজনীয়তা সম্পর্কে অংশগ্রহণকারী সকল মায়েদের স্বাস্থ্যগত অভ্যাস পরিবর্তন করার প্রয়োজনীয় উদ্দ্যোগ গ্রহণ করার আহবান জানান।

 

এখনো বাংলাদেশে গর্ভবতী মায়েদের প্রায় পঞ্চাশ শতাংশ রক্তস্বল্পতায় ভোগে এবং প্রজননক্ষম নারীদের উনিশ শতাংশ স্বাভাবিকের তুলনায় ওজন কম, তাই একটি বড় স্বাস্থ্য ঝুঁকি থেকেই যাচ্ছে। তারা আশা করেন, এই ধরণের গর্ভবতী মা সেবা দিবস পালনের ফলে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে গর্ভকালীন সময়ে সেবা নেওয়ার হার বৃদ্ধি পাবে এবং এ সেবা তৃণমূল পর্যায়ে
চলমান থাকলে, এসডিজি এর আলোকে আগামী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে মাতৃমৃত্যু প্রতি লাখে ৭০এর নীচে চলে আসতে পারে।

 

প্রতিটি গর্ভ হবে নিরাপদ, প্রতিটি শিশু সঠিক ওজন নিয়ে পৃথিবীতে জন্ম গ্রহণ করবেন, এজন্য গর্ভকালীন সময়ে মায়েদের প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করতে হবে, তাই পরিবারের অন্যান্য সদস্যদের আন্তরিক হওয়ার পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠানে গোল্ডস্টার মেম্বারগন উপস্থিত ছিলেন এবং তারা উপস্থিত মায়েদের অত্যাবশ্যকীয় স্বাস্থ্য সামগ্রী গর্ভবতী মায়েদের বিতরণ করেন। এছাড়াও উক্ত দিবসে নতুনদিন প্রকল্পের প্রকল্প অফিসের কর্মকর্তাগন, ডিষ্ট্রিক টিম লিডার, উপজেলা সুপাভাইজার, সিএম, প্যারামেডিক সহ অন্যান্য কর্মীগন উপস্থিত ছিলেন।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।