রাজকথায় সংবাদ প্রকাশের পর অবশেষে স্থগিত হয়েছে মৌলভীবাজারের রাজনগর উপজেলার মশরিয়া এমদাদিয়া আলিম মাদ্রাসায় সহ-সুপার পদের নিয়োগ পরীক্ষা। ‘রাজনগরে মাদরাসার সহ-সুপার পদে পছন্দের প্রার্থীকে নিয়োগের পায়তারা’ শিরোনামর গত বুধবার রাজকথা ডটকমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নিয়ে জেলা জুড়ে মাদরাসা কর্তৃপক্ষকে নিয়ে সমালোচনার ঝড় উঠে। মাদরাসাটির প্রাক্তন শিক্ষার্থী ও অভিবাবকরা ক্ষোভ প্রকাশ করেন।
জানা যায়, একটি চক্র তাদের পছন্দের প্রার্থীকে নিয়োগ দেয়ার জন্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে তদবির করে সিলেট আলিয়া মাদ্রাসার সহযোগী অধ্যাপক আব্দুল মছব্বির’কে ডিজির প্রতিনিধি নিয়োগ করান। তিনি একটি রাজনীতিক সংগঠনের জেলা পর্যায়ের নেতা। ডিজির প্রতিনিধি হিসেবে আব্দুল মছব্বিরের নিয়োগে আবেদনকারীদের মধ্যে অসন্তুষ বিরাজ করে।
এদিকে সংবাদ প্রকাশের পর আজ বৃহস্পতিবার মাদরাসার ম্যানেজিং কমিটি সভা ডেকে নিয়োগ কার্যক্রম স্থগিত করেছেন। যদিও আসন্ন নির্বাচনের কারণে নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন মাদরাসা কর্তৃপক্ষ।
এ ব্যাপারে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুল কাদির বলেন, সামনে জাতীয় নির্বাচন। তাই আপাতত নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। নির্বাচন শেষ হলে নিয়োগ সংক্রান্ত কার্যক্রম শুরু হবে।