মৌলভীবাজারের রাজনগরে জাতীয় সমাজসেবা দিবসে র্যালি ও আলোচনা সভা করেছে হীড বাংলাদেশ। মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে উপজেলার মুন্সিবাজারে র্যালি শেষে হীড বাংলাদেশের আঞ্চলিক কার্যালয়ে আলোচনা সভা হয়।
হীড বাংলাদেশ সিলেটের আঞ্চলিক ব্যবস্থাপক মো. দীল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন আঞ্চলিক হিসাবরক্ষক মাসুদ রানা, মুন্সিবাজার শাখার ব্যবস্থাপক দুলাল হালদার, শাখা হিসাবরক্ষক দানিয়েল হালদার, সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা বিশ্বজিৎ পাল, রাজন মনি শীল, সমাজউন্নয়ন কর্মকর্তা নন্দ গোপাল, শিক্ষা সুপারভাইজার পপি আক্তার।
এসময় উপস্থিত ছিলেন হীড বাংলাদেশ মুন্সিবাজার ইউনিয়নের যুব ও প্রবীণ সদস্যরা।