মৌলভীবাজারের রাজনগরে মাদক, জুয়া, চুরি, ডাকাতি, সন্ত্রাস, জঙ্গীবাদ, ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধে আইন শৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুর ১২ টায় রাজনগর থানার আয়োজনে থানা প্রাঙ্গনে এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো. মনজুর রহমান, পিপিএম-বার।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেকের সভাপতিত্বে ও এসআই শওকত মাসুদ ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন।
এসময় বক্তব্য রাখেন ফতেপুর ইউপি চেয়ারম্যান নকুল চন্দ্র দাশ, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান রাহেল হোসেন, পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ছানা, রাজনগর সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরী, মুন্সীবাজার বণিক সমিতির সভাপতি বরকতুজ্জামান, টেংরা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাসেম তরফদার, মাথিউড়া চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি সুগ্রীম গৌড়সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্য, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা।