মৌলভীবাজারের রাজনগরে ৩০০ শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে হীড বাংলাদেশ। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ‘সমৃদ্ধি কর্মসূচী’ রাজনগর উপজেলার মনসুরনগর, পাঁচগাঁও, রাজনগর ও মুন্সিবাজার ইউনিয়নের এসব অসহায় পরিবারকে স্থানীয় কার্যালয়ে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) কম্বল দেয়া হয়।
হীড বাংলাদেশ সিলেট আঞ্চলিক ব্যবস্থাপক মো. দীল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন সমৃদ্ধি কর্মসূচীর সমন্বয়ক মো. আমিনুল হক, মার্গারেট জুঁই দাস, মুন্সিবাজার শাখা ব্যবস্থাপক দুলাল হালদার, পাঁচগাঁও শাখা ব্যবস্থাপক বিপ্লব চন্দ্র সামন্ত, রাজনগর ইউপি চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরী, পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম ছানা প্রমুখ।