মৌলভীবাজারের রাজনগরে ১০৮পিছ ইয়াবাসহ আব্দুস সোবহান (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ নানা অপরাধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। রাজনগরের গোবিন্দবার্টি এলাকায় মঙ্গলবার দুপুর ২টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুস সোবহান দক্ষিন ঘরগাঁও (খারপাড়া) গ্রামের মো. আফজল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর থানার এসআই সুমন চন্দ্র হাজরা ও এসআই অরূপ সরকারসহ একদল পুলিশ গোবিন্দবার্টি এলাকায় অভিযান চালান। সেখানে আব্দুস সোবহানকে তল্লাশি করলে ১০৮ পিছ ইয়াবা পাওয়া যায়। তার বিরুদ্ধে রাজনগর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মাদক ও চুরি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আসামীর বিরুদ্ধে রাজনগর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে রাজনগর থানা পুলিশ।