মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজারে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে এক সিএনজি চালককে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে। রোববার পবিত্র শবে বরাতের রাত (২৫ ফেব্রুয়ারি) সাড়ে আটটার দিকে উপজেলার মুন্সিবাজারের উত্তরবাজার সিএনজি স্ট্যান্ডের সামনে এ ঘটনা ঘটে। এঘটনায় জড়িত দুইজনকে রাতেই পুলিশ আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজনগরের মুন্সিবাজার ইউনিয়নের গয়াসপুর গ্রামের নোয়াব আলীর ছেলে সিএনজি অটোরিকশা চালক ছোয়াব আলীর (৪০) সাথে পাওনা টাকা নিয়ে একই ইউনিয়নের সোনাটিকি গ্রামের সৈয়দ মনাফ আলীর ছেলে সৈয়দ কাশিম আলী (৩২) ও সৈয়দ কোহিনুর আলীর (২৭) বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলছিল। রোববার রাতে মসজিদের জন্য শিরনী কিনতে মুন্সিবাজারে যান ছোয়াব আলীর ছেলে হৃদয় (২০)। এসময় উত্তরবাজার সিএনজি স্ট্যান্ড এলাকায় তাকে মারধর করে কোহিনুর, কাশেমসহ আরো ১০-১২ জন। খবর পেয়ে হৃদয়ের বাবা ও চাচারা ঘটনাস্থলে যান। বিষয়টি নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে ধারালো ছুরি দিয়ে ছোয়াব আলীর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে কোহিনুর ও কাশিমসহ তাদের সঙ্গীরা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার খবর পেয়ে রাজনগর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে হত্যাকান্ডের মূলহোতা কোহিনুর ও কাশিমকে রাতেই আটক করা হয়।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মির্জা মাজহারুল আনোয়ার বলেন, রাতের মধ্যেই জড়িত দুইজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ মর্গে রয়েছে। এঘটনায় মামলা হবে।