৯০ দশকের তুখর ছাত্রনেতা রাজনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. কায়েছ আহমেদ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য মনোনীত হয়েছেন। গত ১২ মার্চ কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি ও ধর্ম বিষয়ক উপকমিটির চেয়ারম্যান খন্দকার গোলাম মাওলা নকশবন্দী স্বাক্ষরিত প্যাডে ধর্ম বিষয়ক উপকমিটির তালিকা প্রকাশ করা হয়। এতে মো. কায়েছ আহমেদকে ওই উপকমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে।
মো. কায়েছ আহমেদ রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের বানারাই গ্রামের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। রাজনগর পোর্টিয়াস উচ্চ বিদ্যালয়ে থাকাকালীন সময়েই তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হন।
১৯৮৭ সালে ছাত্রলীগের রাজনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ওই সময়ে ছাত্রলীগের সভাপতি ছিলেন রাজনগর সদর ইউনিয়নের মশরিয়ার প্রয়াত ফয়জুল ইসলাম।
১৯৯০ সালের দিকে কায়েছ আহমদ ঢাকায় চলে যান। সেখানেও তিনি যুবলীগ ও আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।
মো. কায়েছ আহমদ বলেন, ছাত্রলীগের রাজনীতি দিয়ে জীবন শুরু করেছিলাম। আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত থাকলেও মধ্যখানে দীর্ঘদিন কোন ধরনের পদপদবীতে ছিলাম না। দীর্ঘ প্রতীক্ষার পর কেন্দ্রীয় আওয়ামী লীগ আমাকে মূল্যায়ন করেছে। এজন্যে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মৌলভীবাজার-৩ আসনের এমপি মোহাম্মদ জিল্লুর রহমান ও রাজনগর উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান খানের প্রতি কৃতজ্ঞতা জানাই।