Logo

মৌলভীবাজারে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ইফতার মাহফিল ও বার্ষিক সম্মেলন

মৌলভীবাজার প্রতিনিধি : / ১৫৪
প্রকাশিত : সোমবার, ১৮ মার্চ, ২০২৪

মৌলভীবাজারে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের সংগঠন বাংলাদেশ  ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস এসোসিয়েশন (ফরিয়া) মৌলভীবাজার জেলা শাখার এর উদ্যোগে ইফতার মাহফিল  ও বার্ষিক সম্মেলন  অনুষ্ঠিত হয়েছে।

 

 

রবিবার (১৭ মার্চ, ২০২৪) মৌলভীবাজার শহরের  খানদানি রেস্টুরেন্টে এই ইফতার মাহফিল ও বার্ষিক সম্মেলন আয়োজন করে সংগঠনটির মৌলভীবাজার জেলা শাখা।

 

 

ম‍ৌলভীবাজার জেলা ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস এসোসিয়েশনের সভাপতি ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালেরর রিপ্রেজেন্টেটিভ আজাদ মামুনের সভাপতিত্বে ও  মৌলভীবাজার  জেলা ফারিয়ার উপদেষ্টা  কামরুজ্জামান জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা ফারিয়ার সাধারণ সম্পাদক দ্বীপক দেব। স্বাগত বক্তব্যে, সাধারণ সম্পাদক দ্বীপক দেব বলেন, সারাদেশের মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের অধিকার আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ ‘বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস এসোসিয়েশন’ গড়ে তোলা হয়েছে। এই সংগঠনকে সকলে মিলে সহযোগিতার মাধম্যে এগিয়ে নিতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকলে আমাদের অধিকার প্রতিষ্ঠা করা সহজ  হবে।

তাছাড়া সম্মেলনের মাধ্যমে নতুন কমিটিদের নাম ঘোষণা করা হয়, এতে মৌলভীবাজার জেলা ফারিয়ার সভাপতি আজাদ মামুন (ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড), সাধারণ সম্পাদক দ্বীপক দেব (ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড), সহসভাপতি আবদুস সবুর (স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড), আশরাফুল  হোসেন রুবেল (এক্সটা বায়ো ফার্মা লিমিটেড), যুগ্ন সাধারণ সম্পাদক জাহের আলী মীর (নিপ্রো জে এম আই ফার্মাসিউটিক্যালস লিমিটেড), যুগ্ন সাধারণ সম্পাদক মাসুদ  রানা হিরো (হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড), সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন (পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড), সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, (জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেড), সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান (এস,কে,এফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড), কোষাধ্যক্ষ, রেদওয়ান আহমদ (ল্যাব এইড ফার্মাসিউটিক্যালস লিমিটেড), সহ-কোষাধ্যক্ষ আব্দুর রহিম (এরিস্টো ফার্মাসিউটিক্যালস লিমিটেড), প্রচার সম্পাদক শাহ জালাল সজিব (অপসোনিন ফার্মাসিউটিক্যালস লিমিটেড), সহ-প্রচার সম্পাদক আলমগীর হোসেন (পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চয়ন কুমার কুন্ডু (রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড)।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।