Logo

রাজনগরের ৭ জন উত্তীর্ণ হলেন বাংলাদেশ বেতারের কণ্ঠস্বর পরীক্ষায়

মৌলভীবাজার প্রতিনিধি : / ৬৩৫
প্রকাশিত : রবিবার, ২৪ মার্চ, ২০২৪

বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের কয়েকটি অনুষ্ঠানের জন্য কণ্ঠস্বর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন রাজনগরের ৭ জন। শিশু-কিশোর ও তরুণ শিল্পীদের তালিকাভুক্তির জন্য এ পরীক্ষায় বিপুল সংখ্যক শিল্পী অংশগ্রহণ করেন।

 

 

পরীক্ষা শেষে গত ১৮ মার্চ ফলাফলের একটি তালিকা প্রকাশ করে বাংলাদেশ বেতারের সিলেট কেন্দ্র।

 

ফলাফলের তালিকা থেকে জানা যায়, রাজনগর উপজেলার ৭জন শিল্পী তালিকা ভুক্তির জন্য কণ্ঠস্বর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তাদের মধ্যে ৬ জন সবুজ মেলা অনুষ্ঠানের জন্য ও ১ জন কিশলয় অনুষ্ঠানের জন্য উত্তীর্ণ হয়েছেন। সবুজ মেলা অনুষ্ঠানের জন্য উত্তীর্ণ শিল্পীরা হলেন দেশের গান ক্যাটাগরিতে রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুব্রত কুমার সোম ও বাবলী রানী দেবের মেয়ে জয়িতা সোম সুস্মিতা, রবীন্দ্র সংগীত/দেশের গান ক্যাটাগরিতে মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিমল কান্তি গুপ্ত চৌধুরীর মেয়ে বিদিপ্তা গুপ্ত চৌধুরী, লালন/লোকগিতি ক্যাটাগরিতে কর্ণিগ্রামের গোপাল আচার্য্যের মেয়ে মৌমিতা আচার্য্য, নজরুল/দেশের গান ক্যাটাগরিতে কামারচাকের একাসন্তোষ গ্রামের রতন ভট্টাচার্য্যের মেয়ে দেবশ্রী ভট্টাচার্য্য, রীবন্দ্র সংগীতে একই গ্রামের ডা. পুলিন বিহারী ধর ও ডা. কাকলী রানী দাশের মেয়ে পারমিতা ধর প্রজ্ঞা, নজরুল সংগীতে উত্তরভাগের লালাপুর গ্রামের ফণীভূষণ দাশের মেয়ে অনামিকা চন্দ উত্তীর্ণ হয়েছেন। অন্যদিকে কিশলয় অনুষ্ঠানের জন্য কন্ঠস্বর পরীক্ষায় ছড়াগান ক্যাটাগরিতে কামারচাকের কাশিপুর গ্রামের শ্রীবাস চন্দ্র দে এর মেয়ে দেবাশ্রিতা দে উত্তীর্ণ হয়েছে।

 

 

বাংলাদেশ বেতারের সিলেট কেন্দ্র থেকে ডাকযোগে উত্তীর্ণদের পত্র পাঠানো হবে বলে জানানো হয়েছে। উত্তীর্ণরা নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সিলেট কেন্দ্রে জমা দিতে বলা হয়েছে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।