মৌলভীবাজারের রাজনগরে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ-যুবলীগ একইদিনে একই স্থানে পাল্টাপাল্টি ঈদ পূনর্মিলনীর আয়োজন করেছে। এতে হঠাৎ করেই উত্তপ্ত হয়ে উঠেছে রাজনগরের রাজনীতির মাঠ। উপজেলা নির্বাচনের আগে এ ঘটনায় আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা করে উভয় পক্ষের অনুষ্ঠান স্থগিত রাখতে ইউএনওকে চিঠি দিয়েছেন আইনশৃঙ্খলা কমিটির দুই সদস্যসহ উপজেলার অনেকে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার (আগামীকাল) ঈদ পূনর্মিলনী করতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন বখত রাজনগর উপজেলা পরিষদ সংলগ্ন জেলা পরিষদ অডিটোরিয়াম ও উপজেলা পরিষদ মাল্টিপারপাস হলরুমের জন্য আবেদন করেন। দুটো ভেন্যুই পাশাপাশি। এদিকে একইদিন উপজেলা পরিষদের মাল্টিপারপাস হলরুমে ছাত্রলীগ-যুবলীগের যৌথ উদ্যোগে ঈদ পূনর্মিলনী করার অনুমতি চেয়ে আবেদন করেন উপজেলা যুবলীগের সভাপতি ময়নুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদির ফৌজি, উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেল আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাম্মু ও রাজনগর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ খান। উপজেলা পরিষদ নির্বাচনের আগ মুহুর্তে আওয়ামী লীগ ও ছাত্রলীগ-যুবলীগের একইদিনে একই স্থানে আলাদা আলাদা অনুষ্ঠানের আয়োজন করায় নানা আলোচনা চলছে রাজনগরের রাজনীতি নিয়ে।
দুইপক্ষের পাল্টাপাল্টি অনুষ্ঠান আয়োজনের প্রেক্ষিতে আইনশৃঙ্খলার অবনতি ঘটার শঙ্কায় উভয়পক্ষের অনুষ্ঠান স্থগিত রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে আবেদন করেছেন উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য ফয়ছল আহমদ ও সাদিকুর রহমানসহ স্থানীয় অনেকে। আবেদনে উল্লেখ করা হয়, দুইপক্ষই আসন্ন উপজেলা নির্বাচনে বিভিন্ন প্রার্থীদের সমর্থন করছে। তাই এই ঈদ পূনর্মিলনী মূলত নির্বাচনী প্রচারণা সভা হবে। ফলে আইনশৃঙ্খলার অবনতি ও দাঙ্গা-হাঙ্গামা হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে একইদিনে একই স্থানে অনুষ্ঠান আয়োজন করায় নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতিতে কোনো প্রভাব পরবে কিনা এবং মাল্টিপারপাস হলরুম ব্যবহারের অনুমতির ব্যাপারে সার্বিক মতামত চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) পত্র পাঠিয়েছেন।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালেক বলেন, চিঠি পেয়েছি। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মতামত দেয়া হবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা বলেন, আইনশৃঙ্খলার স্বার্থে আমরা ব্যাবস্থা নেবো।