Logo

রাজনগরে ১৩ জন প্রার্থীর মনোনয়ন জমা

মো. ফরহাদ হোসেন / ৪৯৩
প্রকাশিত : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪

মৌলভীবাজারের রাজনগরে উপজেলা পরিষদ নির্বাচনে মোট ১৩ জন প্রার্থী অনলাইনে মনোনয়ন জমা দিয়েছেন। তাদের মধ্যে ৪ জন চেয়ারম্যান পদে, ৫ জন ভাইস চেয়ারম্যান পদে ও ৪ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে রোববার বিকেল ৪ টা পর্যন্ত মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল।

 

 

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। তারা হলেন- বর্তমান উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান খান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আহমদ বিলাল, সাবেক জেলা পরিষদ সদস্য রওনক আহমদ অপু, কামারচাক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নজমুল হক সেলিম।

 

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদির ফৌজি, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মহিম দে মধু, ব্যবসায়ী মো. আব্দুল হাকিম, জেলা সেচ্ছাসেবক লীগের তথ্য ও প্রযুক্তি সম্পাদক সঞ্জয় দেবনাথ, বিএনপি নেতা জবলু তালুকদার।

 

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ডলি বেগম, লুৎফুল নাহার ও সুমাইয়া সুমি।

 

নির্বাচন কমিশনের ঘোষিত দ্বিতীয় ধাপের রাজনগর উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন যাচাই-বাছাই করা হবে আগামী ২৩ এপ্রিল মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ ২রা মে এবং ভোট গ্রহণ করা হবে ২১ মে।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ৬৭টি কেন্দ্রের মোট ৪৭০টি ভোট কক্ষে ১ লাখ ৮৭ হাজার ৫৫২ জন ভোটার ভোট দিবেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৯৬ হাজার ১৪৯ জন ও নারী ভোটর ৯১ হাজার ৪০৩ জন রয়েছেন বলে জানিয়েছে উপজেলা নির্বাচন অফিস।

 

 

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. এমদাদুল হক বলেন, আজ রোববার মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল। উপজেলা পরিষদের তিনটি পদে মোট ১৩ জন প্রার্থী মনোননয়ন জমা দিয়েছেন। নির্বাচন কমিশিনের তফসিল অনুযায়ী, যাচাই-বাছাই ও আপীল নিষ্পত্তি শেষে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেয়া হবে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।