Logo

রাজনগরের লিমন আড়াই মাস ধরে নিখোঁজ, সন্ধান চাইছেন বাবা-মা

মৌলভীবাজার প্রতিনিধি : / ৩৯৬
প্রকাশিত : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

আড়াই মাস ধরে নিখোঁজ রয়েছে রাজনগর উপজেলার দাসটিলা গ্রামের ১৩ বছরের কিশোর হাসান আহমদ লিমন। ছেলেকে হারিয়ে দিশেহারা তার বাবা বুদু মিয়া ও মা আছিয়া বেগম। খোঁজে ফিরছেন বিভিন্ন স্থানে। এঘটনায় গত ১১ ফেব্রুয়ারি রাজনগর থানায় জিডি করেছেন।

 

 

জিডিতে উল্লেখ করা হয়, রাজনগর সদর ইউনিয়নের দাসটিলা গ্রামের বুদু মিয়া ও আছিয়া বেগমের ছেলে হাসান আহমদ লিমন (১৩) রাজনগর উপজেলার টেংরা বাজারের একটি দোকানে কাঠমিস্ত্রীর কাজ করতো।

 

 

গত ০৫ ফ্রেব্রুয়ারি সকাল সাড়ে ৮ টার দিকে কাজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজি করেও না পাওয়ায় গত ১১ ফেব্রুয়ারি লিমনের বাবা রাজনগর থানায় সাধারণ ডায়েরি করেন। ছেলেটিকে কোথাও পাওয়া গেলে ০১৭৫৫৪৯২৬৮৯ মোবাইল নম্বরে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।