Logo

রাজনগরে শিশু ধর্ষণের অভিযোগে সরাফত আলী গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি : / ২৭৯৩
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

মৌলভীবাজারের রাজনগরে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৈয়দ সরাফত আলী (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেফতার হওয়া ব্যাক্তি রাজনগর উপজেলার করিমপুর চা বাগানের মৃত সৈয়দ শফি আলীর ছেলে। বুধবার রাত পৌনে ৮টায় শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রাজনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।

 

 

মৌলভীবাজার পিবিআই জানায়, আসামী সৈয়দ সরাফত আলী (৬০) করিমপুর চা বাগান এলাকায় একটি শিশুকে বাঁশের বাঁশি বানিয়ে দেওয়ার লোভ দেখিয়ে গত ১৪ এপ্রিল দুপুর পৌনে ২ টার দিকে বাড়ির পাশে বাঁশ ঝাড়ের নিচে নিয়ে মাটিতে ফেলে পরনের প্যান্ট টান দিয়ে খোলে উলঙ্গ করে শিশুটিকে ধর্ষণ করে। বিষয়টি নিয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি হলে সে আত্মগোপন চলে যায়। ধর্ষণের শিকার আহত শিশুটিকে প্রথমে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে গত ২২ এপ্রিল রাজনগর থানায় মামলা (নং-১৬) করেছেন।

 

 

এরপর থেকে পিবিআই আসামীকে গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালায়। বুধবার রাতে পিবিআই এর পুলিশ পরিদর্শক রিপন চন্দ্র গোপের নেতৃত্বে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

 

পিবিআই মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এহতেশামুল হক বলেন, শিশু ধর্ষণের ঘটনায় অপরাধীর পার পাওয়ার সুযোগ নেই। আইনের আওতায় এনে তাদের বিচার করা হবে। মামলার খুঁটিনাটি বিষয় বিবেচনায় রেখে নিখুঁত তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।