“উপজেলা নির্বাচন শান্তি ও সম্প্রীতিতে সম্পন্ন করার অঙ্গীকার ও যু্ব ভাবনা বিষয়ে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীদের সাথে উপজেলা যুব ফোরামের সদস্যদের মতবিনিময় হয়েছে। শনিবার (১১ মে ২০২৪) রাজনগর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. শাহজাহান খান, আহমদ বিলাল ও রওনক আহমেদ এর সাথে উপজেলা যুব ফোরামের সদস্যরা পৃথক পৃথক ভাবে মতবিনিময় করেন।
আসন্ন উপজেলা নির্বাচন সকলের অংশগ্রহণে শান্তি, সম্প্রীতি ও উৎসব মুখর করা এবং যুব সমাজকে দক্ষ মানব সম্পদ হিসাবে গড়ে তোলা, সামাজিক কাজে অংশগ্রহন ও নেতৃত্ব বিকাশে তাদের অঙ্গীকার বিষয়ক যুবদের প্রশ্নের উত্তরে প্রার্থীরা বলেন, নির্বাচন কমিশন এর নির্বাচন বিধিমালা মেনে চলব। ভোট জনগনের গণতান্ত্রিক অধিকার, জনগনকে তাদের পছন্দের যোগ্য প্রার্থীকে ভোট প্রদানের জন্য উৎসাহিত করব। সন্ত্রাস, মাদক, সাম্প্রদায়িকতা ও সকল সহিংসতার বিরুদ্ধে যুব সমাজকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে প্রতিবাদ করব। আমরা বিশ্বাস করি যুব সমাজ আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তাই মুক্তিযুদ্ধের চেতনায় এই সমাজকে গড়ে তোলার জন্য যুব সমাজের কর্মকান্ডকে উৎসাহিতত করবো এবং সকল প্রকার সহযোগিতা করব। পাশাপাশি যুবদের নেতৃত্ব বিকাশে দক্ষ মানব সম্পদ হিসাবে গড়ে তোলার জন্য প্রশিক্ষন, সকল প্রকার সামাজিক উন্নয়ন মূলক কাজে যুবদের নিয়ে অংশগ্রহণ ও তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব।
এসময়ে উপস্থিত ছিলেন যুব ফোরামে আহব্বায়ক এবায়দুর রহমান, যুগ্ন আহব্বায়ক শেখ রুনা, নাহিদ হাসান, সদস্য, পার্বতি নাইডু, শ্রীবাস মজুমদার, অজয় রবিদাশ, সঞ্জয় কর্মকার, শেখ মুন্নি, লিলা নাইডু, অরুপ দাসসহ যুব ফোরামের অন্যান্য সদস্যবৃন্দ।