Logo
সর্বশেষ :
রাজনগরে ডিবি পুলিশকে আটকে পালালেন চেয়ারম্যান, উত্তেজনা মৌলভীবাজারে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন রাজনগরে নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি রাজনগরে হাওরের রাস্তা থেকে অজ্ঞাত নারীর মৃ-ত-দে-হ উদ্ধার রাজনগরে ভিক্ষাবৃত্তি থেকে বিকল্প পেশায় ফেরাতে ৯ জনকে দেয়া হলো রিকশা শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত, আহত ১৮ জন রাজনগরে জামায়াত নেতার উপর ‘ছাত্রলীগ নেতার’ হামলার নেপথ্য ঘটনা, থানায় মামলা রাজনগর সরকারি কলেজে ১৫ দফা প্রস্তাবনাসহ স্মারকলিপি দিয়েছে শিবির মৌলভীবাজারে ‘সিলেট রেঞ্জ চ্যাম্পিয়নশিপ কাবাডি টুর্নামেন্ট’ এর উদ্বোধন মৌলভীবাজারে ‘পুলিশ সুপারের জবাবদিহিতা’ শীর্ষক মতবিনিময় সভা

রাজনগরে বাবাকে নিয়ে বাড়ি ফেরার সময় দুর্ঘটনায় ছেলে নিহত

মৌলভীবাজার প্রতিনিধি : / ৫৪০
প্রকাশিত : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

মৌলভীবাজারের রাজনগরে বাবাকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় অনিক দেব মুন্না (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকায় কুলাউড়া-সিলেট সড়কে পিকআপ ভ্যানের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

 

এতে তার বাবা অমল দেব (৫৫) গুরুতর আহত হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের বাড়ি একই উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের দেবীপুর গ্রামে। সোমবার (১০ জুন) রাত এগারোটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

 

পুলিশ ও স্থানীয়রা জানান, রাজনগর উপজেলার মুন্সিবাজারে ব্যবসা করতেন পাঁচগাঁও ইউনিয়নের দেবীপুর গ্রামের অমল দেব। সোমবার রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে তিনি ও তার ছেলে অনিক দেব মুন্না মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথে সিলেট-কুলাউড়া সড়কে মুন্সিবাজার ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকায় পৌঁছালে একইদিকে চলতে থাকা একটি পিকআপ ভ্যানের পিছনে ধাক্কা দেয় তাদের মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলেই অনিক দেব মুন্না নিহত হয়। এ ঘটনায় গুরুতর আহত হলে অমল দেবকে উদ্ধার করে স্থানীয়রা প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। নিহত মুন্না মৌলভীবাজার সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিল।

 

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালেক জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে। দুর্ঘটনার শিকার মোটরসাইকেল ও পিকআপ ভ্যানটি পুলিশ হেফাজতে রয়েছে। তবে এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ দেয় নি।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।