Logo

রাজনগরে বসতঘরের মাটি খুঁড়ে ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

মৌলভীবাজার প্রতিনিধি : / ৫২৯
প্রকাশিত : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। কখনো পুলিশ অভিযানে গেলে কৌশলে ইয়াবা সরিয়ে ফেলতেন। বসতঘরের মেঝের মাটি খুঁড়ে লুকিয়ে রাখতেন নিষিদ্ধ মাদক ‘ইয়াবা’। ফলে হাতেনাতে ইয়াবা না পাওয়ায় তাকে গ্রেফতার করতে পারছিলো না পুলিশ। তবে শেষরক্ষা হয়নি সেই মাদক ব্যবসায়ীর।

 

 

 

মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের অভিযানে সোমবার দিবাগত রাত (২৫ জুন) সাড়ে ১২টার দিকে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ধুলিজুরা গ্রামে অভিযান চালিয়ে ৪৩০পিস ইয়াবাসহ সেই মাদক ব্যবসায়ী গেদন মিয়াকে (৫২) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ী ওই গ্রামের মৃত শাইস্তা মিয়ার ছেলে।

 

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে গেদন মিয়া নিষিদ্ধ মাদক ‘ইয়াবা’র ব্যবসা করে আসছে এমন খবর পুলিশের কাছে ছিল। একাধিকবার তাকে ধরতে পুলিশ অভিযানে গেলেও কৌশলে মাদক সরিয়ে রেখে সে গ্রেফতার এড়িয়ে যেত। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে সোমবার দিবাগত রাতে তার বাড়িতে অভিযানে যান রাজনগর থানার এসআই সওকত মাসুদ ভূঁইয়া, এসআই সুলেমান আহমদ, এএসআই বিধান রায়, জাহাঙ্গীর আলমসহ একদল পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে গেদন মিয়াকে আটক করে হাতে থাকা জর্দার কৌটা থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে দেখিয়ে দিলে বসতঘরের মেঝের মাটি খুঁড়ে একটি রংয়ের কৌটায় রাখা পৃথক দুটি প্যাকেট থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১ লাখ ২৯ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

 

 

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ সালেক বলেন, অভিযান টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় গেদন মিয়াকে আটক করা হয়েছে। পুলিশ গেদন মিয়ার কাছ থেকে ৩০ পিস ও তার বসত ঘরের মেঝে খুঁড়ে আরো ৪০০ পিসসহ মোট ৪৩০ পিস ইয়াবা উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামীকে আদালতে পাঠানো হয়েছে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।