মৌলভীবাজারে ৭টি উপজেলার স্কুল ও মাদরাসার শিক্ষকদের নিয়ে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষকদের পেশাগত মানোন্নয়নের লক্ষ্যে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে মৌলভীবাজার ইসলামিক সোসাইটি। সোমবার (৮ জুলাই) রাজনগর উপজেলার রাজনগর আইডিয়েল হাইস্কুল মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে বক্তারা বলেন, দেশপ্রেমিক, নৈতিক মানসম্পন্ন, সুনাগরিক তৈরীর জন্য শিক্ষকদের রয়েছে গুরুত্বপুর্ণ ভূমিকা। পেশাগত মানউন্নয়নের জন্য শিক্ষক প্রশিক্ষণের কোন বিকল্প নেই। সকল শিক্ষকদের প্রশিক্ষণের আওতায় এনে কাঙ্খিত মানে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে প্রশিক্ষকদেরও গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করতে হবে। বর্তমান কারিকুলামের আলোকে বিষয় শিক্ষক দক্ষ ভূমিকা রাখতে হবে।
মৌলভীবাজার ইসলামিক সোসাইটির চেয়ারম্যান দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবের সভাপতিত্বে মৌলভীবাজার শাহ মোস্তফা একাডেমীর অধ্যক্ষ ইয়ামির আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।
আর্দশ শিক্ষকের গুণাবলী বিষয়ে আলোচনা করেন ইসলামিক এডুকেশন সোসাইটির পরিচালক ডক্টর ইকবাল হোসেন ভুঁইয়া, বর্তমান কারিকুলামের আলোকে শ্রেণি শিক্ষক ও বিষয় শিক্ষকের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে বক্তব্য দেন ঢাকাস্থ আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ ডক্টর তারেক মোহাম্মদ যায়েদ, শিক্ষকের আচরণ প্রত্যাশা-প্রাপ্তি বিষয়ে প্রশিক্ষণ দেন মৌলভীবাজার ইম্পেরিয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর মামুনুর রশীদ।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন মৌলভীবাজার সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর হাফেজ মাহবুবুর রহমান উসমানী।