মৌলভীবাজারের রাজনগরে ‘অন্তর্ভুক্তিমূলক উপাত্ত ব্যবহার করি, সাম্যের ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এই প্রতিপাদ্যে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়েছে। সীমান্তিকের আয়োজনে ও ইউএসএআইডি ও এসএমসি’র যৌথ সহযোগিতায় বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ১১ টায় উপজেলার সদর ইউনিয়নের উত্তর দাশপাড়া গ্রামে সক্ষম দম্পতিদের নিয়ে উঠান বৈঠকের মাধ্যমে দিবসটি উদযাপিত হয়।
বৈঠকে বক্তব্য দেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিপন চন্দ্র দাশ, সীমান্তিক প্রকল্প অফিসের প্রোগ্রাম মনিটরিং স্পেশালিস্ট পিযুষ কান্তি দেবনাথ, মৌলভীবাজার জেলা টিম লিডার মো. রেজাউল ইসলাম, উপজেলা সুপারভাইজার মো. জয়নাল আবেদীন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিকল্পিত জনসংখ্যাই আগামীদিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অন্যতম হাতিয়ার জনশক্তিতে পরিণত করতে হবে। দেশের প্রত্যেকটি মানুষের হাতকে কাজে লাগিয়ে উন্নয়ন কাজ চালিয়ে যেতে হবে। জনসংখ্যা নিয়ন্ত্রণের পাশাপাশি জনসংখ্যাকে যাতে জনসম্পদে পরিণত করা যায় এ ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকায় কর্তব্যরত কমিউনিটি ম্যবিলাইজার, গোল্ডস্টার মেম্বার ও সক্ষম দম্পতিরা উপস্থিত ছিলেন।