মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজারে একটি মসজিদের ইমামের উপর হামলার ঘটনায় হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকায় পালিয়ে যাওয়ার সময় সিলেট মেট্রোপলিটনের হুমায়ুন রশিদ চত্ত্বর থেকে হামলাকারী রুবেল আহমদ রুহেলকে (৩৫) গ্রেফতার করা হয়। সে ছোটবেলা থেকে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের করিমপুর গ্রামে নানার বাড়িতে বসবাস করে আসছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কোনো বিষয় নিয়ে করিমপুর মধ্য জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সাদিকুর রহমানের সাথে রুবেল আহমদ রুহেলের পূর্ব বিরোধ ছিল। গত ৪ জুলাই মাওলানা সাদিকুর রহমান মসজিদের অদূরে রাস্তায় দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন। এসময় পিছন দিক থেকে এসে সাদিকুর রহমানের উপর আচমকা হামলা করে রুবেল আহমদ রুহেল। এতে গুরুতর রক্তাক্ত জখম হলে তাকে উদ্ধার করে স্থানীয়রা মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর থেকে এলাকার মানুষ ও উপজেলার আলেম-ওলামরা ফুঁসে উঠেন। তারা এঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন। পরে গত রবিবার রাজনগর থানায় মামলা দায়ের করা হলে পুলিশ আসামীকে গ্রেফতারে বিভিন্ন এলাকায় অভিযান চালায়।
এদিকে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে তথ্য প্রযুক্তির সহায়তায় হামলাকারী রুহেলের অবস্থান শনাক্ত করে সিলেট মেট্রোপলিটনের হুমায়ুন রশিদ চত্ত্বরে অভিযান চালান রাজনগর থানার এসআই সওকত মাসুদ ভূঁইয়া, এসআই সোলেমান আহমদ ও এসআই এহসানুল হক হীরাসহ একদল পুলিশ। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ঢাকায় পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল।
রাজনগর থানার এসআই সওকত মাসুদ ভূঁইয়া বলেন, ওসি মহোদয়ের দিক নির্দেশনায় গত কয়েকদিন ধরে আসামীকে গ্রেফতারে অভিযান চালিয়েছি। সর্বশেষ আমরা গত রাতে তাকে সিলেটের হুমায়ুন রশিদ চত্ত্বর এলাকা থেকে গ্রেফতার করতে পেরেছি।
রাজনগর থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালেক বলেন, ইমাম সাহেবের উপর হামলার ঘটনাটিকে পুলিশ গুরুত্ব দিয়ে দেখছে। ইতিমধ্যে আসামীকে গ্রেফতার করা হয়েছে।