Logo

রাজনগরে শেখ হাসিনার বিচারের দাবিতে যুবদলের বিক্ষোভ

মৌলভীবাজার প্রতিনিধি : / ১৩০
প্রকাশিত : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

মৌলভীবাজারের রাজনগরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ করেছে যুবদল। এসময় শেখ হাসিনাকে স্বৈরাচার উল্লেখ করে নানা স্লোগান দেন তারা। বুধবার (১৪ আগস্ট) দুপুরে রাজনগর বাজার ও আশেপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বিক্ষোভ মিছিলটি উপজেলা মুক্তিযোদ্ধ স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। পরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

 

সমাবেশে বক্তব্য দেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মতিউর রহমান খান জোসেফ,  জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক লুৎফুর রহমান খান ছোটন, সদস্য সচিব শেখ মো. রুকন,  প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের অন্যান্য সদস্য ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা।

 

 

সমাবেশে বক্তারা বলেন, গত ১৬ বছরে শেখ হাসিনার সরকার দেশকে একটি বন্দীশালা বানিয়েছে। সারাদেশে গুম, খুন, হত্যা, মামলা, নির্যাতনের মাধ্যমে দেশের মানুষকে জিম্মি করে রেখেছিল। ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বন্দিদশা থেকে মুক্তি পেয়েছে দেশবাসী। তবে জনতার এই বিজয় রুখে দিতে নানা ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধভাবে স্বৈরাচার শেখ হাসিনার বিচারের দাবি তুলতে হবে। অবিলম্বে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করে জাতিকে ন্যায়বিচার দিতে হবে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।