Logo

রাজনগরে সামাজিক বনায়নের ৫০০ গাছ উপড়ে ফেলার অভিযোগ

মৌলভীবাজার প্রতিনিধি : / ৩৩৯
প্রকাশিত : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

মৌলভীবাজারের রাজনগরে সামাজিক বনায়নের ৫০০টি গাছ উপড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানেিয়ছেন উপকারভোগীরা। এঘটনায় প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক উপকারভোগী। তবে সম্প্রতি হামলাকারীরা নিজেরা ব্লেড দিয়ে শরীর জখম করে থানায় অভিযোগ দিয়ে উপকারভোগীদের হয়রানি করছে বলে অভিযোগ করেছেন তারা। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রাজনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত উপকারভোগীরা।

 

 

লিখিত বক্তব্য ও সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপকারভোগীরা জানান, রাজনগর সদর ইউনিয়নের ময়নার দোকান এলাকায় শেখ শামীম উদ্দিনের স’মিল প্রাঙ্গন থেকে গয়ঘর ব্রিজ পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের ক্যানেলের দুপাড়ে প্রায় দেড় কিলোমিটার জুড়ে ৪-৫ মাস আগে ৪ হাজার গাছের লাগান এমএ হাকিম বকস, শেখ শামীম উদ্দিন, হোসেন আহমদ রাজা, সাদিকুর রহমান, আ.ক.ম মিজানুল হকসহ কয়েকজন। সাম্প্রতিক বন্যার সময় ক্যানেলের পাড়ে মাছ শিকারের সময় কৌশলে পাশ্ববর্তী দত্তগ্রামের আব্দুস শহীদ, আইনুল মিয়া, নাইমুল মিয়াসহ ১৫-২০ জন এসব গাছ উপড়ে ফেলেন। উপকারভোগী শেখ শামীম উদ্দিন বিষয়টির প্রতিবাদ করতে গেলে তার উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে তিনি হামলাকারীদের বিরোদ্ধে থানায় মামলা করেন। এই মামলার আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেফতার করছে না। তাই থানা পুলিশের কাছে দ্রুত অপরাধীদের গ্রেফতারের দাবি জানান তারা।

 

 

এদিকে সম্প্রতি নিজেরা ব্লেড দিয়ে শরীরের বিভিন্ন অংশ কেটে হামলাকারীরা থানায় পাল্টা অভিযোগ করে উপকারভোগীদের কয়েকজনকে হয়রানি করছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন ভূক্তভোগীরা। তারা আরো বলেন, মিথ্যা, ভিত্তিহীন অভিযোগের মাধ্যমে তাদেরকে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে। তারা সাজানো অভিযোগ দাবি করে তদন্তপূর্বক পুলিশ ও প্রশাসনের কাছে এঘটনায় অভিযোগটি এজহার হিসেবে গণ্য না করতে অনুরোধ জানান।

 

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন এমএ হাকিম বকস। এসময় উপস্থিত ছিলেন উপকারভোগী শেখ শামীম উদ্দিন, হোসেন আহমদ রাজা, সাদিকুর রহমান, আ.ক.ম মিজানুল হক প্রমুখ।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।