মৌলভীবাজারের রাজনগরে বিশ্ব গর্ভনিরোধ দিবস পালন করেছে সীমান্তিক। এবারে দিবসটির প্রতিপাদ্য ‘পছন্দসই পরিবার-পরিকল্পনা সবার অধিকার’। ইউএসএআইডি ও এসএমসি এর যৌথ সহযোগিতায় বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার মনসুরনগর ইউনিয়নের তাহারলামু গ্রামে সীমান্তিক এ উপলক্ষে এক উঠান বৈঠক করে।
এতে বক্তব্য দেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিপন চন্দ্র দাশ, সীমান্তিকের মৌলভীবাজার জেলা ব্যবস্থাপক মো. রেজাউল ইসলাম, উপজেলা সুপারভাইজার মো. জয়নাল আবেদীন প্রমুখ। এসময় সক্ষম দম্পতি, কমিউনিটি মোবিলাইজার, প্যারামেডিক ও গোল্ডস্টার মেম্বারগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, পরিকল্পিত জনসংখ্যাই আগামীদিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মানের অন্যতম হাতিয়ার। তাই জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করতে হবে। এছাড়া গর্ভনিরোধ সংক্রান্ত বিভিন্ন পদ্ধতি ও তথ্য নিয়ে আলোচনা করা হয়। এ দিবস উদযাপনের মাধ্যমে সাধারণ মানুষকে তাদের প্রজনন স্বাস্থ্য নিয়ন্ত্রনে গর্ভনিরোধের ব্যাবহার একটি সুখী পরিবার গঠনে তথা সন্তান গ্রহণ, সন্তান ধারণ বিরতি সম্পর্কে ও স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণে কার্যকর ভূমিকা রাখবে বলে বক্তারা মনে করেন। অনাকঙ্খিত সন্তান ধারণ রোধ করা দেশের বড় চ্যালেঞ্জ, এ জন্য পরিবার পরিকল্পনা পণ্য সহজলভ্য এবং পরিকল্পনা সেবা সহজ করা প্রয়োজন। তথ্য ও পণ্য সহজলভ্য এবং হাতের নাগালে পৌঁছে দিতে এমআইএসএইচডি প্রকল্পের গোল্ডস্টার মেম্বারগণ অগ্রণী ভূমিকা পালন করছেন ।