Logo
সর্বশেষ :
মৌলভীবাজারে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন রাজনগরে নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি রাজনগরে হাওরের রাস্তা থেকে অজ্ঞাত নারীর মৃ-ত-দে-হ উদ্ধার রাজনগরে ভিক্ষাবৃত্তি থেকে বিকল্প পেশায় ফেরাতে ৯ জনকে দেয়া হলো রিকশা শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত, আহত ১৮ জন রাজনগরে জামায়াত নেতার উপর ‘ছাত্রলীগ নেতার’ হামলার নেপথ্য ঘটনা, থানায় মামলা রাজনগর সরকারি কলেজে ১৫ দফা প্রস্তাবনাসহ স্মারকলিপি দিয়েছে শিবির মৌলভীবাজারে ‘সিলেট রেঞ্জ চ্যাম্পিয়নশিপ কাবাডি টুর্নামেন্ট’ এর উদ্বোধন মৌলভীবাজারে ‘পুলিশ সুপারের জবাবদিহিতা’ শীর্ষক মতবিনিময় সভা রাজনগরে বিএনপি নেতার গাড়িতে হামলার ঘটনায় ছাত্রদল নেতাকর্মীদের নামে মামলা

রাজনগরে খেলাফত মজলিসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি : / ১২৮
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

মৌলভীবাজারের রাজনগরে খেলাফত মজলিসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৩ টার সময় স্থানীয় কমিউনিটি সেন্টারে এ কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। খেলাফত মজলিসের রাজনগর উপজেলা সভাপতি মাওলানা ওলীদ আহমদের সভাপতিত্বে ও মাওলানা এনামুল হক নোমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন। কর্মী সম্মেলনের প্রধান বক্তা ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মাওলানা আহমদ বিলাল।

 

 

বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিসের মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, সিলেট জেলা খেলাফত মজলিসের সহ সভাপতি শাহ আশিকুর রহমান, মৌলভীবাজার খেলাফত মজলিসের সহ সভাপতি মাওলানা নুরুল মুত্তাকিন জুনাইদ, ছাত্র মজলিসের সভাপতি আল মামুন আব্দুল্লাহ।

 

অন্যান্যের মধ্যে ছিলেন জেলা সহ সভাপতি মুহিবুর রহমান চৌধুরী, কমলগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি শামছুল ইসলাম লিয়াকত, সহসভাপতি মাওলানা লুৎফুর রহমান জাকারিয়া, সাধারণ সম্পাদক মাওলানা হুসাইন আহমদ খালেদ, রাজনগর উপজেলা যুব মজলিসের আহ্বায়ক জমসেদ আহমদ, মাওলানা কাউসার আহমদ, মাওলানা আব্দুল মতিন, হাফিজ ইবাদুল হক প্রমুখ।

 

সভায় বক্তারা বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার এদেশকে ধ্বংস করে চলে গেছে। দেশ থেকে অবৈধভাবে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা এদেশ থেকে পালিয়ে গেছেন। আওয়ামী সরকার এই দেশের রন্ধ্রে রন্ধ্রে বৈষম্য সৃষ্টি করেছে। দেশের প্রতিটি ক্ষেত্রে লুটপাটে মহোৎসব চালিয়েছে। এই মুহুর্তে বাংলাদেশের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। দেশের কল্যাণে ইসলামিক দলগুলোকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। তবেই কেবল লুটপাট, বৈষম্য, খুনাখুনি, বিচারহীনতা, গুম, নৈরাজ্য, ছিনতাই রাহাজানি দূর হবে, প্রতিষ্ঠিত হবে সুশাসন।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।