মৌলভীবাজারের রাজনগরে ‘ইউনাইটেড পদিনাপুর’ এর উদ্যোগে শুরু হযেছে সামাজিক বনায়ন কর্মসূচী। উপজেলার পুরাতন ডাকবাংলো থেকে ময়নার দোকান পর্যন্ত সড়কের দুই পাশে লাগিয়েছেন কয়েক’শ গাছ। গবাধিপশু থেকে গাছ রক্ষায় দৃষ্টিনন্দন বেড়া দিয়েছেন। বৃহস্পতিবার এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা।
এসময় কার্যক্রমের উদ্যোক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন আজিজুল হক রিপন, ফুয়াদ আহমদ মুরাদ, মামুনুর রশিদ বকস, এনামুল হক সিপন, জুনেল আহমদ, রিকুল আহমদ, এনাম আহমদ, জহিরুল ইসলাম মাসুম প্রমুখ।
এ ব্যাপারে যুবনেতা আজিজুল হক রিপন বলেন, বাড়ছে বৈশ্বিক উষ্ণতা। বদলে যাচ্ছে আবহাওয়ার ধরণ। বিজ্ঞানীদের অভিমত, বনায়ন সৃষ্টি ও কার্বন নিঃসরণ বন্ধ করা গেলে সামনের দিনে পৃথিবী ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে। তাই আমরা তরুণ-যুবকসহ স্থানীয় জনসাধারণকে সম্পৃক্ত করে একটি সবুজ-শ্যামল ও বাসযোগ্য পৃথিবী গড়ার প্রয়াসে এমন উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতে এলাকার অন্যান্য উন্নয়নমূলক কাজে ‘ইউনাইটেড পদিনাপুর’ কাজ করবে।