Logo
সর্বশেষ :
মৌলভীবাজারে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন রাজনগরে নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি রাজনগরে হাওরের রাস্তা থেকে অজ্ঞাত নারীর মৃ-ত-দে-হ উদ্ধার রাজনগরে ভিক্ষাবৃত্তি থেকে বিকল্প পেশায় ফেরাতে ৯ জনকে দেয়া হলো রিকশা শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত, আহত ১৮ জন রাজনগরে জামায়াত নেতার উপর ‘ছাত্রলীগ নেতার’ হামলার নেপথ্য ঘটনা, থানায় মামলা রাজনগর সরকারি কলেজে ১৫ দফা প্রস্তাবনাসহ স্মারকলিপি দিয়েছে শিবির মৌলভীবাজারে ‘সিলেট রেঞ্জ চ্যাম্পিয়নশিপ কাবাডি টুর্নামেন্ট’ এর উদ্বোধন মৌলভীবাজারে ‘পুলিশ সুপারের জবাবদিহিতা’ শীর্ষক মতবিনিময় সভা রাজনগরে বিএনপি নেতার গাড়িতে হামলার ঘটনায় ছাত্রদল নেতাকর্মীদের নামে মামলা

পল্টন হত্যা দিবস উপলক্ষে রাজনগরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল

মৌলভীবাজার প্রতিনিধি : / ৮২
প্রকাশিত : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

গত ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে জামায়াতের সমাবেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় নিহতদের স্বরণে মৌলভীবাজারের রাজনগরে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে জামায়াতে ইসলামী। এই দিনটিকে পল্টন হত্যা দিবস হিসেবে পালন করছে দলটি। রাজনগর উপজেলা জামায়াতের আয়োজনে সোমবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় উপজেলা পরিষদ মাল্টিপারপাস  হলরুমে এ অনুষ্ঠান হয়।

উপজেলা জামায়াতের আমীর আবুর রাইয়ান শাহীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা, সিলেট আঞ্চলিক টিম সদস্য ও সাবেক জেলা আমীর মু. আব্দুল মান্নান।

 

উপজেলা সেক্রেটারি মিছবাহুল হাসানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জাহাঙ্গীর আহমদ মুহিত, শেখ মো. শাহাবুদ্দিন, সদর ইউনিয়ন জামায়াতের আমীর দেলওয়ার হোসাইন বাবলু, মৌলভীবাজার শহর শিবিরের সেক্রেটারি কাজী দাইয়ান, উপজেলা শিবিরের সভাপতি হাফিজ রায়হান প্রমুখ।

 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গত ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলীয় জোটের সন্ত্রাসীরা সারাদেশে লগি-বৈঠা দিয়ে তান্ডব চালিয়ে ১৪ জনকে হত্যা ও সহস্রাধিক ছাত্র-জনতাকে আহত করে। জামায়াতের পল্টনের জনসভায় লগি-বৈঠা, রড -অগ্নেয়াস্ত্র দিয়ে হামলা চালায়। তাদের উদ্দেশ্য ছিল জামায়াত নেতৃবৃন্দকে হত্যা করে ক্ষমতা দখল করা। যা পরবর্তীতে তারা বাস্তবায়ন করে ফখরুদ্দিন-মঈনুদ্দিন সরকারের মাধ্যমে।

 

তিনি আরো বলেন, বিগত ১৭ বছর তারা ক্ষমতা দখল করে তারা জামায়াতে ইসলামীর ১১ জন কেন্দ্রীয় নেতৃত্বসহ হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যা করে। তাদের এই তান্ডব ৫ই আগস্ট পর্যন্ত অব্যাহত ছিল। এদের মামলা পুনরজ্জীবিত করে দোষীদের ফাঁসি দিতে হবে। এই ফ্যাসিবাদের দোসররা এখনও ষড়যন্ত্র অব্যাহত রাখছে। এদের চিহ্নিত করে ব্যাবস্থা নিতে হবে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।