মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে সেলফি তুলার সময় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় সাম্য দে (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে লাউয়াছড়া উদ্যানের বনের ভিতর রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাম্য শ্রীমঙ্গল উপজেলার মাস্টারপাড়া এলাকার বাসিন্দা সুব্রত দে ও শ্রীমঙ্গল সাব-রেজিস্ট্রী অফিসের ক্লার্ক রিতা দে’র ছেলে। তার শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় থেকে আসন্ন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল।
পুলিশ জানায়, সাম্য দে বৃহস্পতিবার দুপুরে লাউয়াছড়া জাতীয় উদ্যানে বেড়াতে যায়। সিলেটগামী ট্রেনের একটি ইঞ্জিন লাউয়াছড়ার বন অতিক্রম করার সময় সে ইঞ্জিনের সাথে সেলফি তুলতে যায়। এসময় ইঞ্জিনের সাথে ধাক্কা লাগলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পাশে থাকা দর্শনার্থীরা তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বলেন, ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি। তদন্ত করতে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ থাকলে বা কারো দায় থাকলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।